সংবাদ বিজ্ঞপ্তি :
ঠিকাদার কল্যাণ সমিতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর-কক্সবাজার জোনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের অয়স্টার রেস্টুরেন্টে সমিতির আহবায়ক হাসান মেহেদী রহমানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক হারুন অর রশিদের সঞ্চালনায় এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সমিতির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঠিকাদারদের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত জরুরী সভায় সকলের সম্মতিক্রমে আগামী ২০ ও ২১ সালের জন্য নতুন ভাবে সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
এতে হাসান মেহেদী রহমানকে সভাপতি, এম মোক্তার আহমদকে সাধারণ সম্পাদক ও হারুন অর রশিদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। গঠিত উক্ত কমিটি ১৫ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট কমিটি এবং ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত সাধারণ জরুরী সভায় বক্তব্য রাখেন, ঠিকাদার- দিপংকর বড়ুয়া পিন্টু, আবু ছিদ্দিক ওসমানী, জসিম উদ্দিন, মিজানুর রহমান, শফিকুল কাদের, মোঃ ইউনুছ, আনোয়ার কামাল, মোর্শেদ হোসেন তানিম, লুৎফুর রহমান, রমজান আলী, নুরুর ছফা রুবেল, দিদারুল ইসলাম, নাছির উদ্দিন, নুর আহম্মদ, জুবাইর ইসলাম, পিকু বড়ুয়া ও মোঃ ফরিদ।
এই সভায় সমিতির ৬৬ জন সদস্য উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-