উখিয়ার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মো:শফিউল আলম

শহিদুল ইসলাম, উখিয়া ◑

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ১৪ ডিসেম্বর শনিবার সকাল এগোর টার দিকে এ পরিদর্শনে আসেন।

এসময় সাথে ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো:কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:শাহজাহান আলী, উখিয়ার সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান, উখিয়া থানার ওসি আবুল মনসুর, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম।

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে অবস্হিত শহীদ এটিএম জাফর আলম স্মৃতি পাঠাগার ও বয়স্ক শিক্ষা কেন্দ্র, শহীদ এটিএম জাফর আলম স্কুল এন্ড কলেজ এবং শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিক এন্ড কমিউনিটি হাসপাতাল পরিদর্শন করেছেন।

১৪ ডিসেম্বর শনিবার তাঁর নিজের প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠান সমুহের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

উল্লেখিত জনকল্যাণকর প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলমের বড় ভাই ১৯৭১ সালের ২৫ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে নির্মমভাবে শহীদ হওয়া এটিএম জাফর আলম সিএসপি এর নামে নামকরণ করা হয়েছে।

মোহম্মদ শফিউল আলম গত ১ নভেম্বর থেকে নিউইয়র্কে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বিকল্প নির্বাহী পরিচালক যোগ দেন। নিউইয়র্কে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে যোগদানের পর এই প্রথম নিজ জেলা কক্সবাজার সফরে আসলেন।

আরও খবর