সড়ক দুর্ঘটনায় নিহত ‘মিস পাকিস্তান

অনলাইন ডেস্ক ◑  দুর্ঘটনায় নিহত হলেন মিস পাকিস্তান জানিভ নাভিদ। ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেরিল্যান্ডের কলেজ পার্কের ২০০ নম্বর রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

জানা গেছে, ওইদিন  নিজের মার্সিডিজ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ‘মিস পাকিস্তান ২০১২’। হঠাৎ মোড় ঘুরতেই দুর্ঘটনার শিকার হন তিনি। ফুটপাতের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় তার গাড়ি। তাতেই জীবনপ্রদীপ নিভে যায়   ৩২ বছর বয়সিই এ সুন্দরীর। খবর ডেইলি মেইল অনলাইনের।

দুর্ঘটনা পর দ্রুত তাকে নেয়া হয় হাসপাতালে। সেখানে নেয়া মাত্রই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি মেইল তার প্রতিবেদনে জানায়,  ১৯৮৭ সালের ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করা জানিভ নাভিদ  দীর্ঘদিন ধরে নিউইয়র্কের পোমোনাতে বাস করতেন। নিউইয়র্কের পেস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১২ সালে কানাডার টরন্টোতে তাঁকে ‘মিস পাকিস্তান ওয়ার্ল্ড’ খেতাব দেওয়া হয়। একই বছর তিনি ‘মিস আর্থ ২০১২’ বিজয়ী হন। মৃত্যুকালে জানিভ নাভিদ বাবা, মা, স্বামী আর দুই ভাই রেখে গেছেন।

আরও খবর