বার্তা পরিবেশক ◑
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ১২ ডিসেম্বর সকাল ৮টা হতে ১৩ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর থানার মামলা নং-৫২,(১২)২০১৯ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক), সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মাহাবুব আলম, পিতা-মৃত মোঃ হোসেন, সাং- সৈকত পাড়া, ০২ নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর থানার মামলা নং-৫৮(১২)১৯খ্রিঃ ধারা-৩৯৯/৪০২,সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। শাহেদুল ইসলাম প্রঃ শাহেদ, পিতা- জালাল আহম্মদ, সাং- শকরিয়াপাড়া, ০১ নং ওয়ার্ড, বড় মহেশখালী, কক্সবাজার। বর্তমানে – পশ্চিম এসএম পাড়া, মনিরুল হকের বাড়ীর ভাড়াটিয়া, ০৫ নং ওয়ার্ড, কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-০১, জিআর-১২৯৭/১৯, ধারা-৩৯৯/৪০২ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। মোঃ আরাফাত হোসেন, পিতা- মোঃ ইমান হোসেন,সাং-পাতাবাড়ী, (রফিক সর্দারের বাড়ী) থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীঃ
১। নুরুল আজগর, পিতা- নুর হোসেন, সাং- নতুন মহাল, চৌফলদন্ডি, থানা ও জেলা- কক্সবাজার।
২। আবুল কালাম প্রঃ কালু, পিতা- সৈয়দ নুর, সাং- পশ্চিম আলী আকবর ডেইল, কুতুবদিয়া, বর্তমানে- সমিতিপাড়া, রিরিবিলি রাস্তার পিছনে, কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা- কক্সবাজার।
৩। মজিবুল হক, পিতা- আবু সেয়দ, সাং- চান্দের পাড়া, ঝেলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
৪। নুরুল আবছার, পিতা- মৃত নুর হোছন, সাং- নতুন মহাল,০৮ নং ওয়ার্ড, চৌফলদন্ডি, থানা ও জেলা- কক্সবাজার।
৫। রবিউল হক, পিতা- মৃত দীল মোহাম্মদ, সাং- ঘোনার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-