নিজস্ব প্রতিবেদক ◑ আগামী ২৩ ডিসেম্বর পর্যটন শহর কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন। কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য এই কেরাত সম্মলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বিদেশের এক ডজন সম্মানিত কারী।
এই কেরাত সম্মেলন সফল করার লক্ষে কক্সবাজার শহরের নিরিবিলি অর্কিড মিলনায়তনে বৃহষ্পতিবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কেরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কারী মাওলানা সাইফুল্লাহ কাসেমী।
সভায় উপস্তিত ছিলেন মাহফিল আয়োজক কমিটির সদস্য যতাক্রমে- কারী মাওলানা ইউনুস ফরাজী, মাওলানা মুবিনুল হক, গোলাম কিবরিয়া, নুরুল হক নুর, মাওলানা মীর কামাল, সাংবাদিক শামসুল হক শারেক, মাওলানা এহতেশামুল হক মাদানী ও মাওলানা কারী নুরুল হক প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-