টেকনাফে মাদক বিক্রির সময় ইয়াবা ও নগদ টাকাসহ আটক -৩

মোঃ শাহীন, টেকনাফ ◑

টেকনাফে ৫ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লক্ষ ২৩ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত মাদক ব্যবসায়ীর হলেন, টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার সৈয়দ আলমের ছেলে আব্দুল আমিন(২৮), উত্তর লম্বরী এলাকার ফরিদ মিয়ার ছেলে আক্তার হোসেন(২৫), একি এলাকার মোহাম্মদ আলমের ছেলে মোঃ মোস্তাক(২২)।

বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদে আমার নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল আটককৃত আব্দুল আমিনের বসত বাড়ির পেছনে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয় বিক্রয় করছে। এমন সময় সেখানে অভিযান পরিচালনা করে মাদক বিক্রির নগদ ২লক্ষ ২৩ হাজার টাকা ও ৫ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা মাত্র।

উদ্ধার ইয়াবাসহ আটক তিন মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর