এর আগে কখনও এতটা নার্ভাস হইনি: মিথিলা

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলার বিয়ের বিষয়টি এখন পুরোনো। সুইজারল্যান্ডে আছেন তারা। সেখানে কেমন কাটছে তাদের মধুচন্দ্রিমা? এরই মধ্যে মিথিলা জানিয়ে দিলেন বেশ নার্ভাস তিনি। তবে এই নার্ভাসের কারণ ভিন্ন।

সুইজারল্যান্ডে শুধু মধুচন্দ্রিমা করতেই যাননি সৃজিত-মিথিলা। জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করছেন মিথিলা। নতুন ক্যাম্পাসে পা রেখেছেন ইতোমধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এর কিছু ছবিও শেয়ার করেছেন।

ছবিগুলোতে তাকে বেশ হাশিখুশি দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পদার্পণ করলাম। ইউনিভার্সিটি অব জেনেভাতে পিএইচডি শুরু করলাম। এর আগে কখনও এতটা নার্ভাস হইনি। এই অধ্যায় সফলভাবে সম্পন্ন করতে বন্ধু এবং পরিবারের সবার দোয়া ও আশীর্বাদ প্রয়োজন।’

উল্লেখ্য, সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর গত ৬ ডিসেম্বর কলকাতায় সৃজিতের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন মিথিলা।

আরও খবর