আন্তর্জাতিক ডেস্ক ◑
চিলির একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ৩৮ জন আরোহী ছিল। চিলির বিমান বাহিনীর তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, অ্যান্টার্কটিকা রুটে ওই বিমানটি নিখোঁজ হয়েছে।
সি-১৩০ হারকিউলিস বিমানটি চিলির দক্ষিণের পুনটা অ্যারেনাস শহর থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে বিমানটির সঙ্গে কন্ট্রোলরুমের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটিতে ১৭ ক্রু সদস্য এবং ২১ জন যাত্রী ছিলেন। তারা অ্যান্টার্কটিকায় অবস্থিত চিলির সেনাঘাঁটিতে রসদ নিয়ে যাচ্ছিলেন।
চিলির বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে, নিখোঁজ বিমান ও এর আরোহীদের খোঁজে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটিতে থাকা তিন আরোহী বেসামরিক নাগরিক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-