চট্টগ্রাম ◑ চট্টগ্রাম নগরীর দুটি পৃথকস্থানে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার ১৫ নং ঘাট এলাকা থেকে মো.রেদোয়ানকে (১৯) ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে একইদিন ভোরে বাকলিয়া থানার মেরিনার্স রোড থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় মো. আব্দুল আহারকে (২৩)। তারা উভয়েই কক্সবাজারের টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা। গ্রেপ্তার রেদোয়ান জাকির হোসেনের ছেলে এবং আলী মিয়ার ছেলে গ্রেপ্তার আব্দুল আহার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গ্রেপ্তার রেদোয়ান ও আব্দুল আহারকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে্ ইয়াবা পাচার করে আসছে। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-