ধানি জমি দখল করে সড়ক নির্মাণ, বিপাকে শতাধিক কৃষক” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

“পিএমখালীতে ধানি জমি দখল করে সড়ক নির্মাণ, বিপাকে শতাধিক কৃষক” শীরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

গত ৮ ডিসেম্বর কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার পত্রিকার শেষ পৃষ্ঠায় “পিএমখালীতে ধানি জমি দখল করে সড়ক নির্মাণ, বিপাকে শতাধিক কৃষক” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। পত্রিকায় উল্লেখিত সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত।

মূলত ভারুয়াখালীবাসির দীর্ঘদিনের দাবী ছিলো ভারুয়াখালী-পিএমখালী সংযোগ সেতু। ওই সেতু বাস্তবায়নের লক্ষ্যে ভারুয়াখালীবাসি ঔক্যবদ্ধ হয়ে কানেকটিং সড়ক নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এলাকার কিছু কুচক্রি মহল তাদের উদ্দেশ্যে হাসিল করতে না পেরে আমাদের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে। ওই কানেকটিং সড়কটি নির্মাণ হচ্ছে মূলত ভারুয়াখালী মৌজার সিটের উপর দিয়ে। ওখানে ধাওনখালী এলাকার কোন মানুষের জমি পড়েনি।

পত্রিকায় উল্লেখ করেছে তাদের ধানি জমিনের উপর দিয়ে হচ্ছে কানেকটিং সড়ক তা সম্পূর্ণ বানোয়াট। আসলে কানেকটিং সড়ক দরকার ভারুয়াখালীবাসির জন্য এখানে ধাওনখালী কি সমস্যা। মূলত ধাওনখালীর একটি এলাকা ছাড়া ভারুয়াখালী ও পিএমখালী ইউনিয়নের প্রতিটি এলাকার দাবি সংযোগ সেতুটি বাস্তবায়ন হউক বড় চৌধুরী পাড়া খেয়াঘাট দিয়ে। কিন্তু ধাওনখালী এলাকার দাবি সংযোগ সেতুটি তাদের এলাকা দিয়েই হউক।

সমস্যাতো ভারুয়াখালীর জনসাধারণের এখানে ধাওনখালীর কি? ওই মিথ্যা সংবাদ নিয়ে ভারুয়াখালী ও পিএমখালী ইউনিয়নের প্রতিটি এলাকার জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সংবাদকর্মী ভাইদের প্রতি আমাদের আকুল আবেদন মিথ্যা, বিভ্রান্তকর সংবাদ ছাপিয়ে আমাদের দীর্ঘদিনের আশাকে ব্যর্থ না করার জন্য। উক্ত মিথ্যা সংবাদের প্রতি তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছে ভারুয়াখালীবাসী।

সংবাদটি এলাকাবাসী, প্রশাসন ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
ভারুয়াখালীবাসির পক্ষে, মো. ফজলুল হক (ইউপি সদস্য, ৯নং ওয়ার্ড ) ও এডভোকেট শওকত বেলাল।

আরও খবর