রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত

শহিদুল ইসলাম, উখিয়া ◑

কক্সবাজারেরর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত  হয়েছেন। নিহত ব্যক্তির নাম হলেন মোহাম্মদ আবদুল্লাহ(২০)।

সে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সি -২ব্লকের বাসিন্দা  নুরুল আলমের ছেলে বলে পুলিশ জানিয়েছেন।

রবিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ইলিয়াস মাঝি বলেন তুচ্ছ ঘটনার জের ধরে  এ ঘটনা ঘটে। তিনি আরো বলেন ক্যাম্প পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিই। মধুর ছড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোবারকেরর নেতৃত্ব একদল ক্যাম্প পুলিশ ঘটনাস্হলে পৌছেন।

রোহিঙ্গাদের সহযোগীতায় লাশ উদ্ধার করে থানায়  নিয়ে আসেন। এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।

আরও খবর