টেকনাফে তিন মাস আগে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেনি এখনো!

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ ◑

গত ১১ সেপ্টেম্বর সকালে টেকনাফ নাফনদী সংলগ্ন পৌরসভা ৩নং ওয়ার্ড কেকে পাড়া অবস্থিত সরকারী চিংড়ী খামারের পার্শ্ববর্তী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা অনুমান বয়স(৩৫) একটি লাশ স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। লাশটি হালকা পচনশীল ছিল।

পুলিশের তথ্য সূত্রে জানা যায়, মৃতদেহটির তাৎক্ষনিক ভাবে পরিচয় না পেয়ে ময়না তদন্ত শেষ করার পর একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। পরবর্তীতে লাশের ময়না তদন্ত রিপোর্ট পর্যালোচনায় অজ্ঞাত পুরুষ (৩৫) কে হত্যা করা হয়েছে মর্মে ময়না তদন্ত রিপোর্ট প্রদানকারী ডাক্তার মতামত প্রদান করিলে সূত্রোক্ত মামলাটি রুজু করা হয়।

এদিকে উক্ত ঘটনার গত তিন মাস গত হয়ে গেলেও লাশটি সঠিক পরিচয় ও কারা এই হত্যা কান্ডে জড়িত ছিল তার আসল রহস্য বের করতে পারেনি পুলিশ।

এব্যাপারে গত ১১/৯/১৯ অজ্ঞাত নামা লাশের রুজু করা মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ বাবুল বলেন, কেউ যদি ছবি দেখে লাশটির আসল পরিচয় সনাক্ত করতে পারে তাহলে ০১৮২০০২৫৮৬৬ এই নাম্বারে যোগাযোগ করে মামলার পরবর্তী কার্যক্রম ও হত্যা কান্ডে জড়িত অপরাধীদের আইনের আওয়তাই নিয়ে আসার জন্য সহযোগীতার আহবান জানান তিনি।

আরও খবর