আন্তর্জাতিক ডেস্ক ◑ ভারতের রাজধানী দিল্লিতে একটি কারখানায় আগুন লেগে কমপক্ষে ৪৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে আগুন লাগে। খবর এনডিটিভির।
আগুন লাগার সময় শ্রমিকেরা কারখানার ভেতরে ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে দমকল বাহিনীর ৩০টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার ভেতর থেকে আগুন ৫০ জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী। এদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-