কক্সবাজারে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার: আটক ২

শহিদুল ইসলাম, উখিয়া ◑

কক্সবাজারের বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করেছে র্র্যাব ১৫। এসময় একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৫কোটি টাকা

৭ ডিসেম্বর (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন (র‍্যাব – ১৫) সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মো. শেখ সাদী।

আটককৃতরা হলেন, চট্রগ্রাম জেলার পটিয়া উপজেলার সরদার পাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে সৈয়দ হোসেন (৩২) ও মৃত ইউনুসের ছেলে খায়রুল আমিন (৫০)। কতিপয় মাদক ব্যবসায়ী মিয়ানমারের মাউংগু দ্বীপ হতে একটি মাছ ধরার ট্রলার নিয়ে মাদকদ্রব্য ইয়াবার একটি চালান সহ মিয়ানমার হতে সাগর যোগে ভোলা হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। পরে মাছ ধরার ট্রলার তল্লাশী করে এক লাখ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করেন।

সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

আরও খবর