বিনোদন ডেস্ক ◑ কলকাতার খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশি মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিয়ের রেজিস্ট্রি হয়েছে গতকাল শুক্রবার। বিয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন সৃজিত। সেখানে তিনি বলেন:
বাংলাদেশের সাথে নাড়ীর সম্পর্ক আগেই ছিল। কারণ আমার আদি বাড়ি বাংলাদেশের বিক্রমপুরে ও ময়মনসিংহে- আমার মায়ের ও বাবার দিক দিয়ে।
এখন বিয়ের মাধ্যমে নারীর সম্পর্কও হয়ে গেল। “ড়” টা (নাড়ী) এখন “র” (নারী) হয়ে গেল। ভালো লাগছে খুব।
বাংলাদেশকে আলাদা করে ভাবিনি। সত্যি বলতে সেখানে এত বন্ধু আছেন, আমি যখনই ওখানে যাই এতটাই আপন করে নেন মানুষ, যে ‘বাংলাদেশ যে আলাদা দেশ’- এটা কখনই আমার মধ্যে প্রভাব ফেলেনি। আমাদের ভাষাও এক। আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই লোকে বাঙাল ভাষায় কথা বলে, যদি আমি মোহনবাগানের সাপোর্টার (হাসি)। সবকিছু মিলে ওই পরিবেশেই বড় হয়েছি।
ভাষা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে শুঁটকি মাছের গন্ধ থেকে শুরু করে সবকিছুর সাথেই ছোটবেলা থেকে পরিচিত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-