ইমাম খাইর ◑
কক্সবাজার শহরের অলিগলিতে অসংখ্য বনী-আদম কনকনে শীতে দিন কাটায়। দিন যায় রাত যায়, তাদের খবর কে রাখে? সমাজের অন্য দশজনের মতো অসহায় মানুষগুলোর পরনে তেমন কোন কাপড় নাই। শীত নিবারণের জন্য বস্ত্রও পাচ্ছে না তারা।
অফিস সময় নয়, তবুও এসব মানুষের খোঁজে রাতেই বের হলেন জেলা প্রশাসক। সঙ্গে নিয়ে গেলেন কম্বলসহ বিভিন্ন রকমের শীতবস্ত্র।
নিজের হাতেই অসহায় ও শীতার্ত মানুষগুলোর গায়ে জড়িয়ে দিলেন কম্বল। খোঁজখবর নিলেন তাদের শারীরিক অবস্থার।
শুক্রবার রাতেই এভাবে শহরের বিভিন্ন পয়েন্টে খোঁজে বেড়ান ঠিকানা বিহীন মানুষগুলোর। তুলে দেন শীত বস্ত্র। শীতবস্ত্র পাওয়াদের মধ্যে রয়েছে বৃদ্ধ নারী-পুরুষ ও শিশু।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ শাজাহান আলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-