এসএ গেমস খেলতে নেপাল গেলেন কক্সবাজারের ৩ গর্ব

ডেস্ক রিপোর্ট ◑ ১৩তম সাউথ এশিয়ান গেমস এর বর্ণাঢ্য আসর মাতাতে নেপাল গেলেন পর্যটন শহর কক্সবাজারের ৩ জন কৃতি জাতীয় উশু খেলোয়াড়। জেলা উশু এসোসিয়েশনের এসব খেলোয়াড়রা হলেন আমীর হোসেন, নুর বাহার খানম প্রিয়া ও মর্জিনা আক্তার। তারা বাংলাদেশ উশু ফেডারেশনের হয়ে ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপি এসএ গেমসে অংশগ্রহণ করছেন।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু বলেন, ক্রীড়া নিয়ে আমাদের গর্বের শেষ নেই। ঘরের ছেলে, মেয়েরা এখন বিশ্ব জুড়ে জায়গা করে নিয়েছে। কক্সবাজার থেকে ৩ জন খেলোয়াড় এসএ গেমস খেলতে নেপাল যাওয়া প্রমাণ করে আমরা ক্রীড়া ক্ষেত্রে কতোটুকু সফল এবং এগিয়ে গেছি। জেলা ক্রীড়া সংস্থা সভাপতি, মাননীয় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ক্রীড়াবান্ধব। তিনি আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন সবসময়।

জাতীয় উশু কোচ ও এসএস গেমস এর ক্যাম্প কোচ মো: ছিদ্দিকুল ইসলাম বলেন, অলিম্পকের অধিনে বিকেএসপি’র টানা ৫ মাসের ঘামঝড়া প্রশিক্ষণের মধ্যদিয়ে তাদের গড়ে তুলেছি। আজ তারা নেপাল সফরে গিয়ে সফলতা বয়ে আনছে।

আরও খবর