বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণ জিতলেন আল আমিন

১৩তম এসএ গেমসে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতলেন আল আমিন। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে স্বর্ণ জেতেন তিনি। ফাইনালে পাকিস্তানের জাফরের বিরুদ্ধে ৭-৩ পয়েন্টে জয় পান বাংলাদেশ সেনাবাহিনীর এ ক্রীড়াবিদ।

সেমি-ফাইনালে নেপালের প্রতিযোগীকে ৭-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন আল আমিন।

এছাড়া এদিন কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন সেনাবাহিনীর ফেরদৌস। এর আগে সোমবার এসএ গেমসে দেশের হয়ে স্বর্ণপদক জেতেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে স্বর্ণপদক পান তিনি।

আরও খবর