আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ প্রতিযোগীতায় উখিয়া উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন রেজুরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী অধ্যাপক শাহ আলম। সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ (এসএমসি) ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন তিনি।
অধ্যাপক শাহ আলম বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
এই বিষয়ে অধ্যাপক শাহ আলম বলেন, এই প্রাপ্তি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী সবার। আমি সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-