কুবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ১১ ডিসেম্বর নির্বাচন

মোঃ জয়নাল আবেদিন ◑
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৭ম কার্যনির্বাহী পরিষদ-২০২০ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী ১১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, নির্বাচন কমিশনার কৃষ্ণ কুমার সাহা ও মুহাম্মদ সোহরাব উদ্দিন স্বাক্ষরিত তফসিল ঘোষণা থেকে এসব তথ্য জানা যায়।

তফসিল সূত্রে জানা যায়, খসড়া ভোটার তালিকা আজ সোমবার প্রকাশ করা হবে এবং ৪ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বিক্রয় শুরু হবে।

৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোট গ্রহণ সম্পন্ন হলে প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

 

আরও খবর