চট্টগ্রাম ◑ পটিয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো যাত্রী হতাহত হন নি। সোমবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পটিয়ার মনসা বাদামতল এলাকার তিন রাস্তার মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, এসি’র যান্ত্রিক ত্রুটি থেকে বাসের পিছনের অংশে আগুন ধরে যায়। আগুন লাগার ঘটনা টের পেয়ে যাত্রীরা চালককে জানান। চালক দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
‘প্রেসিডেন্ট ট্রাভেলস’ পরিবহনের একটি বাসে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে এসি’র যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায় বলে জানান পটিয়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. ইব্রাহিম মিয়া। এ সময় বাসভর্তি যাত্রী ছিল বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-