গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল ◑
সীমান্ত প্রহরী টেকনাফ ২ বিজিবি সদস্যরা ৩৬ হাজার ইয়াবাসহ মোহাম্মদ বেলাল নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
ধৃত মাদক কারবারী হচ্ছে, হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী কাজীপাড়া এলাকার মোহাম্মদ বদিউল আলম’র পুত্র মোহাম্মদ বেলাল (৩৫)।
৩০ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিজিবি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান জানান, শনিবার ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজিপাড়া এলাকায় বসবাসরত মোঃ বেলালের বসতবাড়িতে ইয়াবা লুকানো রয়েছে। এমন সংবাদে ব্যাটালিয়ানের একটি বিশেষ টহল দল ও বাড়িতে গমন করে তল্লাশি পরিচালনা করা হয়। তল্লাশির এক পর্যায়ে বসতবাড়ির আঙ্গিনায় কলাবাগানে কিছু মাটি খোঁড়া অবস্থা দেখতে পাই বিজিবি সদস্যরা। পরে মাটিগুলো সরিয়ে সেখান থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৩৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১কোটি ৮ লক্ষ টাকা।
আটককৃত আসামী ইয়াবা ট্যাবলেট বিক্রয় নিজ দখলে রাখার দায়ে তাকে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-