নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২০ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৮ নভেম্বর সকাল ৮টা হতে ২৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১০১(১১)১৯ ইং ধারাঃ-২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক)/২৬ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ শফি উল্যাহ, পিতা- আবু বকর ছিদ্দিক, সাং- তেতৈয়া সওদাগর পাড়া, খুরুশকুল ইউপি, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০২(১১)১৯ ইং ধারাঃ- ৩২৩/৩২৪/৩৮০/৩৪ পিসি সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। সালেকা বেগম, স্বামী- মুছা খলিল, সাং- ছনখোলা, পশ্চিম পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৩। মোঃ মুছা খলিল, পিতা- মোঃ মৃত মনির আহমদ, সা- ছনখোলা, পশ্চিম পাড়া, ১নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০৫(১১)১৯ ইং ধারাঃ-নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৮/৩০ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৪। মায়েশা বেগম, স্বামী- মৃত দেলোয়ার হোসেন, সাং- খুরুশকুল ডেইল পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৫। মোঃ সালেহ আহম্মদ, পিতা- মৃত সৈয়দ আহম্মদ, সাং- চর কিদীপুর, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১০৪(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক)৪১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৬। শাহীনা আক্তার, স্বামী- মোঃ হাসান, পিতা- মৃত নজির আহাম্মদ, সাং- পশ্চিম লার পাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।
বক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং- ৪৬৪, তাং- ২৯/১১/১৯ইং ধারাঃ- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৭। মোঃ আবুল হাশেম, পিতা- মৃত ইমাম হোসেন, সাং- পশ্চিম লারপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৮। করিম উল্যাহ, পিতা- আবুল হাশেম, সাং- পশ্চিম লার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৯। হামিদ উল্যাহ, পিতা- কবির আহাম্মদ, সাং- হালিমা পাড়া, পাহাড়তলী, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং- ৪৬৫, তাং- ২৯/১১/১৯ইং ধারাঃ- পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১০। মোঃ হাসিনা, পিতা- আক্তার হোসেন, সাং- পান বাজার রোড, থানা ও জেলা- কক্সবাজার।
১১। মোঃ নবী, পিতা- মোঃ শাহ জাহান, সাং-শেখতুলা থানা- মিরসরাই, জেলা- চট্টগ্রাম।
পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। কবির হোসেন, পিতা- মৃত মোনাফ, সাং- নাফাঞ্জা পাড়া, , থানা ও জেলা- কক্সবাজার।
২। আবুল হোসেন, পিতা- কালাল আহমদ, সাং- কুলিয়ার পাড়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।
৩। আবুল কালাম আজাদ, পিতা- হাজী মোঃ কালু, সাং- রুমালিয়ার ছড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৪। মঞ্জুর আলম, পিতা- সুলতান আহম্মদ, সাং- পানবাজার কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
৫। রেজাউল করিম, পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- এসএমপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৬। ইমাম হোসেন, পিতা- মোঃ আব্দুল গনি, সাং- পোকখালী, থানা ও জেলা- কক্সবাজার।
৭। মোঃ সোহেল, পিতা- জালাল আহমদ, সাং- পিএমখালী, থানা ও জেলা- কক্সবাজার।
৮। সলিমুল্লাহ, পিতা- রমিজ উদ্দিন, সাং- এসএম পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৯। মোঃ আব্দুল্লাহ, পিতা-মৃত আবু ছৈয়দ, সাং- আলীর জাহাল, সিকদার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-