কক্সবাজারে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম

ডেস্ক রিপোর্ট ◑ কক্সবাজারে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণ ভবনে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে এই নির্দেশ দেন। এই দিন গণ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন অনূর্ধ-১৬ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল ও উয়েফা অনূর্ধ-১৫ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়-কর্মকর্তারা। এসময় সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- বাফুফের এজ লেভেল ফুটবলের টিম লিডার, বাফুফে সদস্য, কক্সবাজারের সাবেক কৃতি ফুটবলার বিজন বড়ুয়া। তিনি প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মানের গুরুত্ব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে ইতোপুর্বে কক্সবাজার জেলা আওয়ামী লীগের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মানে তাঁর ঘোষণার অগ্রগতি জানতে চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। এদিকে বাফুফে সদস্য বিজন বড়–য়া জানান- মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকায় চিহ্নিত ১১ একর জায়গায় আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম নির্মানে কাজ শুরু করতে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নির্দেশ দিয়েছেন। এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী সহসা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথা জানান।

আরও খবর