টেকনাফে ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রধারী মাদক কারবারি নিহত

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑


টেকনাফে পুলিশ ও স্বশস্ত্র ডাকাত দলের ত্রীমুখি গোলাগুলিতে সোনা মিয়া নামে অস্ত্রধারী মাদক কারবারী নিহত। উক্ত ঘটনায় ৩ পুলিশ আহত।

তথ্য সুত্রে জানা যায়, ২৮ নভেম্বর গভীরা রাতে হ্নীলা ইউনিয়ন উলচামারী কালা পাহাড় নামক স্থানে স্বশস্ত্র হাকিম ডাকাত ও আবুল আলম ডাকাত দুই গ্রুপের মধ্যে গোলাগুলি সংঘটিত হচ্ছে। সেই সংবাদের তথ্য অনুযায়ী গভীর রাত ১টার দিকে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে ডাকাত দলের সদস্যরা উপস্থিতি টের পেয়ে পুলিশ লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন করতে থাকে। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা সু-কৌশলে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ত্রনে আসার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধি অবস্থায় এক যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে সেখানে পৌছার পর দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এএসআই সাইফসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।

এদিকে ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ১টি এলজি,৮ রাউন্ড তাজা কার্তুজ,২৫ রাউন্ড কার্তুজের খালী খোসা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

নিহত যুবক হচ্ছে,হ্নীলা উলচামারী এলাকার মৃত হায়দার আলীর পুত্র মোঃ উল্লাহ প্রকাশ সোনা মিয়া,
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে (ওসি) তদন্ত এবিএমএস দোহা জানান, টেকনাফে পাহাড়ী এলাকায় লুকিয়ে থাকা শীর্ষ হাকিম ডাকাত গ্রুপসহ স্বশস্ত্র ডাকাত দলের সদস্যরা মাদক পাচারসহ নানা প্রকার অপরাধ কর্মকান্ড সংঘটিত করার জন্য ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে ডাকাত দলের সেই অপচেষ্টা প্রতিরোধ ও দমন করার জন্য আমাদের পুলিশ সদস্যরা সব সময় সজাগ রয়েছে।

পাশাপাশি সংঘটিত এই ঘটনার সাথে জড়িত ডাকাত দলকে নির্মুল করার জন্য পুলিশের এই সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর