গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল ◑
সীমান্ত প্রহরী টেকনাফ ২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
তথ্য সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টায় টেকনাফ ২ বিজিবি সদস্যরা ইয়াবা লেন-দেনের গোপন সংবাদ পেয়ে পৌরসভা ডেইল পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবার চালান হাত বদল করার সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর বিজিবি তাদের ধাওয়া করে হাতে থাকা ইয়াবা ভর্তি একটি ব্যাগসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়।
ব্যাগটি তল্লাশী করে ৪ হাজার,৭শ ৯৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
আটকৃত দুই যুবক হচ্ছে, টেকনাফ পৌরসভা ডেইলপাড়া এলাকার আনোয়ার হোছনের পুত্র মোঃ সাইফুল ইসলাম (১৬) এবং মৃত আব্দুস সাত্তারের পুত্র মোঃ নুরুল আমিন (১৭)।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খাঁন বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-