ডেস্ক রিপোর্ট ◑ ভারতের দিল্লিতে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে সাতজন আফগান নাগরিককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে তাদের আটক করে পুলিশ।
পোশাক বা লাগেজ থেকে কিছু না পাওয়ার পরেও ধন্দ না কাটায় এক্সরে করা হয় তাদের। ছবিতে দেখা যায় তাদের পেটে হেরোইন রয়েছে।
এনডিটিভির’র খবরে বলা হয়, মঙ্গলবারের এ ঘটনায় হতবাক কাস্টমস বিভাগের অফিসাররা। ছবিতে দেখা গেছে ২১৪টি হেরোইল ক্যাপসুল গিলে তারা দিল্লি বিমানবন্দরে নামে। এরপরেই তারা ডাকেন চিকিৎসককে।
চিকিৎসকের সাহায্যে সমস্ত ক্যাপসুল বের করার পর হিসেব করে জানা যায়, এর আর্থিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। পরে সাতজনকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-