নিজস্ব প্রতিবেদক ◑
উখিয়া সদরে স্থানীয়দের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে প্রতিষ্টিত পাবলিক টয়লেটটি জনগনের চাহিদা মেটাচ্ছে ২ বছর ধরে। উখিয়া উপজেলা ডিসপেনসারির পাশে গড়ে উঠা উক্ত পাবলিক টয়লেট সুনিপুণ ভাবে পরিচালনা করছেন মৌলানা জাফর আলম।
জানা যায়, ২০১৭ সালে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর দেওয়া ১ লাখ টাকা বরাদ্ধের মাধ্যমে উখিয়া সদরে পাবলিক টয়লেটের কাজ শুরু করা হয়। উখিয়ার তৎকালীন ইউএনও মাঈন উদ্দিনের নিবিড় সহযোগিতা উক্ত পাবলিক টয়লেটের ভিত্তি মজবুত করে। পরবর্তিতে ২০১৮ সালে এনজিও সংস্থা ওয়াটার এইডের অর্থায়নে উখিয়া পাবলিক টয়লেট পরিপূর্ণতা লাভ করে। উখিয়ার বর্তমান ইউএনও নিকারুজ্জামান চৌধুরীর অক্লান্ত চেষ্টায় এনজিও সংস্থা ওয়াটার এইড এ কাজ করে দেয়। যা উখিয়ার সাধারণ জনগনের দীর্ঘদিনের চাহিদা পুরণ করে। সেই চাহিদা পুরনে চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী,সাবেক ইউএন মাঈন উদ্দিন ও বর্তমান ইউএনও নিকারুজ্জামান চৌধুরী ব্যাপকভাবে ভূমিকা রাখেন।
এ ব্যাপারে পরিচালক মৌলানা জাফর আলম বলেন, উল্লেখিত ৩ জনের কাছে উখিয়াববাসি কৃতজ্ঞ। কারন তাদের চেষ্টা ও সহযোগিতা না হলে উখিয়া সদরে পাবলিক টয়লেট স্থাপন করা সম্ভব হতো না।
তিনি জানান,এখানে প্রতিদিন শত শত জনগন সেবা পাচ্ছে,তবে টয়লেটের সেফটি ট্যাংক ফুটো হয়ে যাওয়ার ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে তিনি উধ্বর্তন কতৃপক্কের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-