চট্টগ্রামে ইয়াবা নিয়ে জনপ্রতিনিধিসহ গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট • চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকা থেকে ইয়াবাসহ চন্দনাইশ উপজেলার সদ্য বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চন্দন ধরসহ (৪৮) তিনজনকে আট হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন- চন্দনইশ উপজেলার দোহাজারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য চন্দন ধর (৪৮), তার দুই সহযোগী মোহাম্মদ শাহেদ (৩৩) ও মোহাম্মদ মোর্শেদ (৩১)।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর স্টেশন রোড এলাকা থেকে দুইজন এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চন্দনাইশ উপজেলা থেকে অন্যজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়ে কোতোয়ালি থানার ওসি মেহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড থেকে চন্দন ও শাহেদকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চন্দনাইশ থেকে মোর্শেদকে ধরা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার কথা স্বীকার করেছে।

তিনি বলেন, দোহাজারী পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় চন্দন ধর এখন দোহাজারী পৌরসভার ৬ ওয়ার্ডের সহায়ক সদস্য পদবি ব্যবহার করেন।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মহসীন।

আরও খবর