টেকনাফে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভ্যানগাড়ী, বালতি বিতরণ অনুষ্টান সম্পন্ন

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ পৌরসভার নাগরিকদের মধ্যে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মনোভাব পরিবর্তনের লক্ষ্যে ২৫ নভেম্বর পৌরসভার ৭নং ওয়ার্ডের নারী-পুরুষদের হাতে তুলে দেন ৫০০টি বালতি।

এসময় হাঠ,বাজার,রাস্তা,ঘাটে জমিয়ে রাখা ময়লা আবর্জনা গুলো সঠিক স্থানে নিয়ে যাওয়ার জন্য ৮টি ভ্যান গাড়ীও বিতরণ করা হয়।

অনুষ্টানে বক্তারা বলেন, টেকনাফে সঠিক কার্যকরী বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে বেশিরভাগ বর্জ্যগুলি উন্মুক্ত স্থানে, রাস্তার পাশে,ব্রিজের নিচে ও পানি সরবরাহ স্থানে ফেলা হয়। এর প্রভাবে স্বাস্থ্য,পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দিন দিন ঝুঁকিতে পড়ছে।

সেই সূত্র ধরে ২৫ নভেম্বর সোমবার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক যথাযথ জ্ঞান, গনসচেতনতা ও আচরনের ইতিবাচক পরিবর্তন আনতে টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডে গৃহকর্ত্রী/কর্তাদের মাঝে দুই রঙের বালতিতে ময়লা-আবর্জনা ফেলার ব্যবহারবিধিসহ সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নির্দেশনা প্রদান করা হয়। সেবামুলক এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম।

পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর,পৌর সচিব মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী, ইউএনডিপির সৈয়দ মঞ্জুরুল হক,মারুফুল আলম প্রাক্টিক্যাল একশন কর্মকর্তা মোহাম্মদ শফিক,সালেহা ম্যাডাম, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরএহেতেশামুল হক বাহাদুর, নাজমা আলম,দিলরুবা খানম,পৌর কর্মকর্তা মোর্শেদুল ইসলাম ও ওসমানুল কবির।

বালতি বিতরন অনুষ্ঠানে মেয়র হাজী মোহাম্মদ ইসলাম বলেন, আমরা টেকনাফ পৌরবাসী খুবই আনন্দিত, নিজের ঘরের ময়লা আবর্জনা সঠিক জায়গায় রাখার একটা সুযোগ পেয়েছি। তিনি আরো বলেন পর্যটন নগরী টেকনাফ পৌরসভাকে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য (ইউএনডিপি)কে ধন্যবাদ জানান এবং এই সহযোগীতা অব্যাহত রাখার আহবান জানান।

ইউএনডিপির পক্ষে সৈয়দ মঞ্জুরুল হক বলেন, পর্যটন নগরী টেকনাফ পৌরসভাকে সুন্দর ও সুস্বাস্থ্য পরিবেশে গড়ে তোলার জন্য ইউএনডিপি পাশে ছিল এবং থাকবে। তিনি আরো বলেন ধারাবাহিক ভাবে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে সফলতার সাথে ইউএনডিপি এই কার্যক্রম চালিয়ে যেতে চায়।

অনুষ্টান শেষে পৌর মেয়র লিস্ট অনুযায়ী নারী-পুরুষদের মাঝে ৫০০টি বালতি ও ময়লা আবর্জনা বহন করার জন্য ৮ টি ভ্যান গাড়ী বিতরণ করেন।

আরও খবর