আবদুল্লাহ আল আজিজ,কক্সবাজার জার্নাল •
চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন সলিমপুর ইউনিয়নের বাইপাস বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ২৪ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
আজ ২৪ নভেম্বর (রবিবার) দুপুরে এ অভিযান চালায় র্যাব।
গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হল- কক্সবাজারের উখিয়ার মৃত সিরাজুল ইসলাম মোঃ জিসান (২৯) ও শামসুল আলমের পুত্র মোঃ জুনায়েদ (২০)।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কক্সবাজার থেকে সড়ক পথে ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছে গোপন সংবাদের ভিক্তিকে সলিমপুর ইউনিয়নের বাইপাস বাংলাবাজার খাজা কালুশাহ হোটেলের সামনে চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশীকালে চট্টগ্রাম শহরের দিকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্টো-চ- ৫১-৯০০৮) গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দেয়।
কিন্তু গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব ২ জনকে আটক করে। পরে মাইক্রোবাসের মধ্যে হুট কভারের ভিতরে সু-কৌশলে লুকানো অবস্থায় ২৪ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাস এর আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা।
আসামী এবং উদ্ধারকৃত মালামাল সীতাকুণ্ড থানায় মামলা দায়ের পর হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-