বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনের সভাপতি সহ অন্যান্য নির্বাহী পদে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।
এতে সভাপতি পদে (দু’দুবারের সভাপতি) আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর ৩য় বারের মত পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন মোঃ ফরিদ উদ্দিন ও দেলোয়ার হোসাইন।
ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার কবির আহমদ। এসময় বিজয়ীরা ব্যাপক উল্লাস
করেন।
সভাপতি নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সওদাগর বলেন, সবাইকে সাথে নিয়ে দোকান মালিক সমবায় সমিতির অধিকতর উন্নয়নের কর্মসূচী হাতে নেয়া হবে। যারা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে আমাকে বিজয়ী করেছেন তাঁদেরকে কৃতজ্ঞতা জানাই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-