মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে আত্মসমর্পণকৃত ৯৫ জন জলদস্যু ও অস্ত্রের কারিগর মোট ১৫৫ টি অস্ত্র ও ২৭৩ টি পিচ গোলাবারুদ জমা দিয়েছে।
মধ্যস্থতাকারী আনন্দ টিভি’র বিশেষ প্রতিনিধি এম.এম আকরাম হোসাইনের কাছ থেকে কক্সবাজার জেলা পুলিশ আত্মসমর্পনকারীদের বুঝে নেওয়ার সময় এসব অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরীর সরঞ্জাম কক্সবাজার জেলা পুলিশের কাছে বুঝিয়ে দেন। এসব অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরীর সরঞ্জাম সিজার লিস্ট তৈরী করে আত্মসমর্পণ অনুষ্ঠান সাজিয়ে রাখা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, গেস্ট অব অনার হিসাবে আছেন, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কক্সবাজার-১, ২ ও আসনের সংসদ সদস্য যথাক্রমে জাফর আলম, আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার, মহেশখালীর ইউএনও জামিরুল ইসলাম সহ উর্ধ্বতন কর্মকতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-