চকরিয়ায় আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ প্রেমিক যুগল আটক

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া:


চকরিয়ায় ওসান সিলভার নামক আবাসিক হোটেল থেকে ২৫ পিস ইয়াবাসহ যুগল প্রেমিককে আটক করেছে পুলিশ।

বৃস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে হোটেলের ৩০৫ নং কক্ষ থেকে তারা আটক হন।

আটকৃতরা হল- কাহারিয়া ঘোনার ৬ নং ওয়ার্ডের আজিম উল্লাহ পাড়ার মৃত শাব্বির আহমদের ছেলে মো.খাইরুল ইসলাম প্রকাশ বাবু (২৫) ও হারবাং ইউনিয়ানের ২নং ওয়ার্ডের পূর্ব নুনাছড়ির শামশুল আলমের মেয়ে জোসনা আকতার (১৯)।

পুলিশের দাবী, প্রেমিক বাবুর সার্টেও পকেটে কাল পলিথিন মোড়ানো ২৫পিস ইযাবা পাওয়া যায়।

চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ মো: হাবিবুর রহমাান জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যেমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর