সরকার বিরোধী কর্মকান্ডে রোহিঙ্গারা : আটক ৩

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ার কুতুপালং ১৮নং ক্যাম্পে সরকার বিরোধী কর্মকান্ড চালানোর সময় ৩জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ২বছর করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনাটি ঘটে।

সূত্রে জানা গেছে, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরকার বিরোধী কর্মকান্ড চালিয়ে আসছিল দীর্ঘদিন থেকে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১৮নং ক্যাম্পের ফোর ব্লকের বাসিন্দা নুর আহমদের ছেলে মোঃ জাকির(২৭), এইচ ব্লকের হাসান আহমদের ছেলে আবু সুফিয়ান(২৮) এবং ২ ব্লকের মোঃ ইদ্রিস এর ছেলে মোঃইউনুস(২৭)কে আটক করা হয়।

পরবর্তীতে সংশ্লিষ্ঠ ক্যাম্পের সিআইসি মোহাম্মদ জাহিদ আকতারে কার্যালয়ে উপস্থিত করিলে দণ্ডবিধি ৩৫৩ ধারামতে, তাদের প্রত্যেককে ২ বছর করে সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

সিআইসি’র কার্যালয় সুত্রে জানা যায়, এসব রোহিঙ্গারা বিভিন্ন সময় সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকতেন এবং ঐ ক্যাম্পে ইতিপুর্বে হেড মাঝি শাহাব উদ্দিনকে হত্যার চেষ্টার সাথে সম্পৃক্ত ছিল। এসব অভিযোগে তাদেরকে আটক করে পুলিশ।

আরও খবর