পালংখালী ইউনিয়ন মিডিয়েটর ফোরামের কর্মশালা অনুষ্ঠিত

শ.ম.গফুর,উখিয়া :

উখিয়ার পালংখালী ইউনিয়ন মিডিয়েটর ফোরামের কর্মশালায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেছেন,মানুষের ন্যায় বিচার নিশ্চিতে সকলের মধ্যস্থতার প্রতিফলন চাই।তাহলে মামলার জট কমবে। অর্থ,সময় ও ভোগান্তি থেকে নিস্তার পাবে সাধারণ মানুষ।তাই তৃণমূলের মানুষের হয়রানী রোধে সালিশ একটি যুগান্তকারী পদক্ষেপে পরিণত হবে বলে আশা করি।

তিনি উখিয়ার ইনানীস্থ হোটেল রয়েল টিউলিপে ইউএনডিপি’র সহায়তায় পালংখালী ইউনিয়ন মিডিয়েটর ফোরামের তিন দিনের কর্মশালার বৃহস্পতিবার বিকেল ৪ টায় সমাপণী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন।

কর্মশালায় বক্তব্য রাখেন ইউএনডিপি’র কক্সবাজারস্থ প্রতিনিধি দেওয়ান জিন্নাহ।এতে ট্রেইনার ছিলেন মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন’র আইনজীবি হুমায়ুন লস্কর ও মুনির হাসান প্রমুখ।কর্মশালায় পালংখালী ইউনিয়ন মিডিয়েটর ফোরামের সাধারণ সম্পাদক ও  উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক শ.ম.গফুর সহ ২৭ সদস্যের কমিটির দায়িত্বশীলরা অংশ নেন।

আরও খবর