বাড়ি নির্মাণে সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ পাবেন গ্রাহক

অনলাইন ডেস্ক •গৃহঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাড়ি নির্মাণে একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ নিতে পারবেন। এতদিন সর্বোচ্চ এক কোটি ২০ লাখ টাকা নিতে পারতেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

জানা গেছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় গৃহঋণের (হোম লোন) সীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ নিতে পারবেন। তবে গৃহনির্মাণের ক্ষেত্রে মোট খরচের ৭০ শতাংশ সরবরাহ করবে ব্যাংক। বাকি টাকা সংগ্রহ করতে হবে গ্রাহককেই।

আরও খবর