সৃজিত-মিথিলার বিয়ে ২২শে ফেব্রুয়ারি!

বিনোদন ডেস্ক • সম্পর্ক নিয়ে সব গুঞ্জনের অবসান ঘটাতে যাচ্ছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতনামা

নির্মাতা সৃজিত মুখার্জি। এবার বিয়ে করতে চলেছেন তারা। গতকাল এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রকাশিত সে খবরে বলা হয়, পরিচালকের কাছের একজন জানিয়েছেন যে, আসছে বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করবেন সৃজিত-মিথিলা। বিয়ের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে ২২শে ফেব্রুয়ারি। এদিকে বহুদিন ধরেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো।

কিন্তু সব সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে আসছেন তারা। চলতি সপ্তাহেও গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। এসময় দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে সদ্য সমাপ্ত ফোকফেস্ট-এও একসঙ্গে দেখা গেছে।

তবে বিয়ের প্রস্তাবের বিষয়টি অস্বীকার করেছেন নির্মাতা। তিনি বলেন, এটা সত্য না। মিথিলার পরিবারের সঙ্গে আমার বহুদিন ধরেই সম্পর্ক। আমার তো নতুন করে তার পরিবারের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। এদিকে এর আগে চলতি বছরের মার্চে কলকাতার একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করে, সৃজিত মুখার্জির জীবনে এসেছে নতুন এক রহস্যময় নারী।

তিনি হলেন বাংলাদেশের মিথিলা। খবরে বলা হয়েছিল, সৃজিতের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠতা দিনের পর দিন বাড়ছে। এমনকি বিভিন্ন পার্টিতেও একসঙ্গে দেখা যাচ্ছিলো তাদের। নিজের পরিচালিত ‘এক যে ছিল রাজা’ ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর খুশিতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন সৃজিত। সেই পার্টিতে কাছের বন্ধুদের সঙ্গে মিথিলাকে পরিচয় করিয়ে দেন তিনি। তারপর থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। তবে সৃজিত-মিথিলা দুজনেই ‘ভালো বন্ধু’ বলে বিষয়টি বারবার এড়িয়ে যান।

মূলত, বাংলাদেশের জনপ্রিয় গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার পরিচয় হয়। এরপর ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার নিয়মিত যোগাযোগ চলতে থাকে। নিজেদের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে তাদের। গেল সেপ্টেম্বরে সৃজিতের জন্মদিনের কেক কাটাসহ বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় মিথিলাকে। তাকে নিয়ে পূজা মন্ডপেও ঘুরেছেন সৃজিত। কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সময় কাটাতে দেখা গেছে তাদের, ছবিও তুলেছেন শাহরুখ খানসহ অনেকের সঙ্গে।

আরও খবর