কোনও মহলের চাপের মুখে সড়ক আইন অকার্যকর করা যাবে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট • কোনও মহলের চাপের মুখে জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন অকার্যকর করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই আইন যেন সহনীয় পর্যায়ে কার্যকর করা হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
সোমবার (১৮ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘১ নভেম্বর থেক সড়ক পরিবহন আইন কার্যকর হলেও আজ সোমবার (১৮ নভেম্বর) থেকে তা বাস্তবায়ন হচ্ছে। এ আইন কাউকে শাস্তি দিতে নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে ব্যবহার করা হবে।’ সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সব মহলের সহযোগিতা চেয়েছেন তিনি।

এ আইন বাস্তবায়নে বিভিন্ন মহল আরও সময় চাচ্ছিলো, তাদেরকে সময় দেওয়া হলো না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ আইন আরও দেরিতে বাস্তবায়নের জন্য বিভিন্ন মহল থেকে চাপ এসেছিল। সেই চাপ বিবেচনা করেই এই ১৫-১৬ দিন বাড়তি সময় দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আর সময় দেওয়া যাবে না।’

আরও খবর