শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

বিনোদন ডেস্ক • অভিনেতা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)। রাজধানীর নিকেতনে রাজউক কর্তৃক অনুমোদিত নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় রোববার ভ্রাম্যমাণ আদালতের একটি দল এই জরিমানা করেন। তথ্যটি নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন।

মোহাম্মদ হোসেন বলেন, রাজউকের ভ্রাম্যমাণ আদালত নিকেতন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন।

এদিকে সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ভারতীয় একাধিক তারকার ভিড়ে মঞ্চ মাতিয়েছেন শাকিব খান। সেখানে ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান ছাড়াও বেশকিছু জনপ্রিয় গানে মঞ্চ মাতান তিনি।

আরও খবর