ধান ক্ষেতে মিললো কোটি টাকার ইয়াবা!

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল •

টেকনাফ ২ বিজিবি সদস্যদের অভিযানে হ্নীলা ইউনিয়ন লেদা নাফ নদীর কিনারায় একটি ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মালিক বিহীন ৫০ হাজার ইয়াবা উদ্ধার।

তথ্য সূত্রে জানা যায়,১৭ নভেম্বর ভোর রাতের দিকে টেকনাফ ২বিজিবি’র আওতাদ্বীন লেদা বিওপির দায়িত্বরত সদস্যরা ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে লেদা নাফনদীর কিনারায় অভিযানে গেলে বিজিবি’র উপস্থিতি টের মাদক পাচারে জড়িত বেশ কয়েকজন অপরাধী সু-কৌশলে পালিয়ে যায়।

এরপর সকালের দিকে উক্ত এলাকায় তল্লাশী করে একটি ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেড় কোটি টাকা মূল্যমানের ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

তবে এই ইয়াবা গুলোর সাথে জড়িত কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জমাদ্দার।

আরও খবর