শাপলাপুর ইউপি নির্বাচন: আবদুল খালেকের মনোনয়নপত্র স্থগিত

শাহেদ মিজান •

মহেশখালীর শাপলাপুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড.আব্দুল খালেকের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। নদী দখল তালিকায় তার নাম থাকায় আজ রোববার মনোনয়ন বাছাইকালে মহেশখালী উপজেলার নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ জুলকার নাঈম এড.আব্দুল খালেকের মনোনয়নপত্র স্থগিত করে দেন।

মহেশখালী উপজেলার নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ জুলকার নাঈম জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের উর্ধতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হবে। তারা যে সিদ্ধান্ত দেবেন তার ভিত্তিতেই এড. আবদুল খালেকের মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও খবর