উখিয়া কোটবাজারের ছায়াদানকারী প্রাচীন সেই ঘোঙ্গাগাছ কেটে ফেলা হয়েছে!

এম.এস রানা, উখিয়া •

উখিয়া উপজেলার বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারের চৌরাস্তা মোড়ে অবস্থিত অনেক ইতিহাসের সাক্ষী ঐতিহ্যবাহী ও প্রাচীন মাদারট্রি (ঘোঙ্গা গাছ) টি আর নেই।

কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সম্প্রসারনের প্রয়োজনে সড়কের উভয় পার্শ্বের গাছ কাটার অংশ হিসেবে কোটবাজারের এ মাদার ট্রি গাছটিও গত ১৫ নভেম্বর গভীর রাতে কেটে নেয়া হয়!

জনশ্রুতি আছে, কোটবাজার চৌরাস্তার মোড়ের এ গাছটি ৭০ দশকে ষ্টেশনের পানি বিক্রেতা জৈনেক আবদুর কাদের (বাইট্টা হাদিরা) এই গাছটি রোপন করেন। গাছটির আভিধানিক নাম মাদারট্রি হলেও এলাকার সবার নিকট ঘোঙ্গাগাছ নামে বেশ পরিচিতি ছিল। গাছটি ছিল কেউ কাউকে সহজে খুঁজে পাওয়ার ঠিকানা। তুই কোথায়? আমি ঘোঙ্গাগাছ তলা,বা এই মালামাল গুলো কোটবাজার ঘোঙ্গাগাছ তলা নামিয়ে দিও, এমন অনেক পাওয়া না পাওয়ার ঠিকানা হারিয়ে ষ্টেশন বাসী শোকে কাতর।

স্থানীয় সকালের কাছে প্রিয় ঘোঙ্গাগাছ কেটে ফেলায় কোটবাজারের চিরচেনা চেহেরা টা পাল্টে গেল। ভোর বেলায় ঘোঙ্গাগাছটি কেটে ফেলার খবর চার পার্শ্বে ছড়িয়ে পড়লে অবশিষ্ট কাটা অংশটুকু দেখার জন্য শত শত মানুষ ছুটে আসার দৃশ্য লক্ষ্য করা গেছে।

আরও খবর