কক্সবাজারে দুই ইয়াবা ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজার শহরের লালদীঘি পাড় এলাকা থেকে ৫৯৫০ টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ান (র‍্যাব)।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত দুই ইয়াবা কারবারিরা হলেন, টেকনাফের লেদা এলাকার জাকের আহমদের ছেলে মো. ইরফান (২৫) ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘোনাপাড়ার হেমন্ত দাসের ছেলে কাজল দাস (৫২)।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে। সেই সূত্রে তারা অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে ৫৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান, আটক দুই মাদক ব্যবসায়ীকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও খবর