কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

কক্সবাজারে প্রথম দিনে আয়কর আদায় ১৭ লাখ ৯২ হাজার ৫৬১ টাকা

এম.এ আজিজ রাসেল •


‘সকলে মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর’Ñএ প্রতিপাদ্যে কক্সবাজারে চার দিনব্যাপী ‘আয়কর মেলা-২০১৯’ শুরু হয়েছে। শুক্রবার সকালে বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্রের ‘ইনানী মাল্টি-পারপাস সম্মেলন কক্ষে’ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।

জাতীয় রাজস্ব বোর্ডে উদ্যোগে কক্সবাজার আয়কর কার্যালয়ের আয়োজনে মেলায় ই-টিন সার্টিফিকেট প্রদান, আয়কর রিটার্ন পুরণে সহায়তা প্রদান, আয়কর রিটার্ন গ্রহণসহ আয়কর বিষয়ে অন্যান্য সেবাসমুহ দেয়া হচ্ছে। মেলার প্রথম দিনেই ১৭ লাখ ৯২ হাজার ৫৬১ টাকা আয়কর আদায় হয়েছে। গতকাল এক হাজার ৪৭৮ জন ব্যক্তি আয়কর মেলা থেকে বিভিন্ন ধরনের সেবা গ্রহন করেছেন। এর মধ্যে আয়কর রিটার্ণ দাখিল করেছেন মোট ৭৩০ জন করদাতা।

গতকাল মেলার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। এসময় তিনি বলেন, ‘আয়কর আমাদের বোঝা নয়। আয়কর দিতে ভয় পাওয়ার কোন কারন নেই। পৃথিবীর প্রত্যেক দেশ এই আয়কর নিয়ে চলে। আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, ডিসি-এসপি যারা আছেন, অথবা আমরা যে বেতনগুলো পাই, টিএ-ডিএ পাই সবগুলো আপনার বেতন থেকে হচ্ছে। জনগন যদি আয়কর না দেয় পুরো পৃথিবী অচল হয়ে যাবে। তাই সামর্থ্য অনুসারে সময়মত আয়কর দেওয়া উচিত।’

কর অঞ্চল-৪ চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মুফিজ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও কর অঞ্চল-৪ চট্টগ্রামের কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডল, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিস এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছৈয়দুল হক ও কর অঞ্চল-৪ এর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি কর কমিশনার নিপুন চন্দ্র দে প্রমুখ।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আয়কর মেলার কার্যক্রম চলবে।

আরও খবর