গিয়াস উদ্দিন ভূলু •
র্যাব-১৫ সদস্যদের অভিযানে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়,১৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের তথ্য অনুযায়ী হ্নীলা নয়াপাড়া মোছনী ফোর স্টার ব্রিকফিল্ড সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ২৬নং ক্যাম্প জি-২ ব্লকের মৃত গুরা মিয়ার পুত্র মোঃ রফিক (২৫) কে একটি শপিং ব্যাগসহ আটক করে র্যাব। এরপর স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শেখ সাদী মোঃ আব্দুল্লাহ জানান,ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করার পর উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-