নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে, বুধবার (১৩ নভেম্বর) সুগন্ধা পয়েন্টে বাতিলকৃত পাঁচটি প্লটের ৫ একর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার জানান, হোটেল-মোটেল জোনসহ পুরো কলাতলীতে কোন ধরনের অবৈধ স্থাপনা থাকবে না। কৌশলে যারা মামলা দিয়ে সরকারি জমি দখল করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এডিসি আরো জানান, দীর্ঘদিনের অভিযোগ রয়েছে একটি চক্র অনেক দিন ধরে সরকারি জমিতে অবৈধভাবে ঝুপড়ি তৈরি করে ব্যবসা করছে । এমনকি এসব ঝুপড়িতে অবৈধ কাজ চলার খবর রয়েছে বলেও তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-