নিজস্ব প্রতিবেদক :
উখিয়া উপজেলার মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপণী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪নভেম্বর) দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) সভাপতি মোঃ ইসলামের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি জসিম আহমদ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.জহিরুল হক, সালেহ বুলবুল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আয়েশা বেগম, গুরাইয়ার দ্বীপ বিদ্যয়ালয়ের হুমাইরা বেগম, সুলতান সফুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনসহ অত্র বিদ্যালয় সহকারী শিক্ষক ও শিক্ষিকাগণ বক্তব্য রাখেন।
এসময় এসএমসি’র অন্যান্য সদস্য, স্থানীয় গন্যমান্য, ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বিদায় উপলক্ষে আলোচনা সভা শেষে, বিদায়ী শিশু শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে বিদায়ী সব পরীক্ষার্থীদের হাতে হলদিয়া পালং ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি জসিম আহমদের উদ্যোগ প্রাথমিক শিক্ষা সমাপণী (পিএসসি)’র প্রবেশ পত্র, কলম, পেন্সিল ও স্কেল সম্বলিত একটি ফাইল তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সর্বশেষে এই বিদায় মুহুর্তটিকে স্মরণীয় করে রাখতে বিদায়ী পরীক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ফটো সেশনে অংশ নেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-