উল্লাপাড়ায় লাইন থেকে পড়ে উল্টে গেছে ট্রেন, বগিতে আগুন

অনলাইন ডেস্ক •  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে লালমনিরহাটগামী একটি ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি পড়ে গিয়ে উল্টে গেছে; এক পর্যায়ে আগুনও ধরে গেছে তাতে।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের কিছুটা আগের একটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণকিভাবে জানা যায়নি। উদ্ধার তৎপরতা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহতের দুইদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটলো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা দেড়টার দিকে ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে উল্টে যায়। এরপর ইঞ্জিন থেকে অন্য বগিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীরা কেউ জানালা ভেঙে কেউ বা দরজা দিয়ে লাফিয়ে নামতে থাকেন।

উল্লাপাড়া থানা ওসি গোলাম মোস্তফা সমকালকে জানান, দমকল বাহিনীর সদস্যদের চেষ্টায় আগুন নেভানো হয়েছে। কেউ ট্রেনের নিচে আটক পড়েছেন কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রেলস্টেশনের সহকারী স্টেশন মাষ্টার লতিফুল ইসলাম জানান, ভুল সিগন্যালের কারণে নয়; লাইনে ত্রুটি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

আরও খবর