বাংলাদেশি নূর পেল এক কোটি ১২ লাখ টাকা

প্রবাসী ডেস্ক • মক্কার মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনায় আহত বাংলাদেশি প্রবাসী আব্দুল নূরকে ক্ষতিপূরণ বাবদ এক কোটি ১২ লাখ টাকার চেক দিয়েছে সৌদি সরকার।
বুধবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস জেদ্দার কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকার ক্ষতিপূরণ বাবদ মোহাম্মদ আব্দুল নূর আব্দুল কাইয়ুমকে এক লাখ ৩৩ হাজার ৩শ ৩৩ মার্কিন ডলার (এক কোটি বার লাখ টাকা) চেক প্রদান করেছে।

সৌদি সরকার কর্তৃক প্রদত্ত উক্ত আর্থিক মূল্যের একটি চেক (নং ৪১৫০১৪৬১৩) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার মাধ্যমে আহত ব্যক্তির নিকট হস্তান্তর করা হয়।

এ সময় কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ক্ষতিপূরণের অর্থ পেয়ে আব্দুল নূর সৌদি সরকার ও কনস্যুলেটের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কার মসজিদ আল হারামের নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে বিভিন্ন দেশের ১১৮ জন নিহত ও ৩৯৪ জন আহত হয়েছিল।

আরও খবর